দিন দিন আধার কার্ড দেশের নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ উঠছে সেটা সবাই স্বীকার করে নেবেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, সামাজিক যোজনা থেকে সরকারি নানান সুবিধা পেতে আধার কার্ড এখন অত্যান্তন জরুরি।
আয়কর দপ্তর আধার কার্ডের নম্বর সংযুক্তিকরণ না করলে প্যান কার্ড বাতিল করবে বলে ঘোষণা করেছে। এছাড়াও নতুন গ্যাসের কানেকশন,ভর্তুকি পেতেও আধার কার্ড গুরুত্বপূর্ণ।
আধার কার্ডের গুরুত্ব মেনে আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকা প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকেরই আধার কার্ডে কোন না কোন তথ্য ভুল রয়েছে যেগুলি সংশোধন করা প্রয়োজন। আধার কার্ডের এই সমস্ত নথি সংশোধন করতে হলে সংশোধনের পরিপ্রেক্ষিতে ডকুমেন্টস দিতে হয়।
UIDAI এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আধার কার্ডের পাঁচটি তথ্য পরিবর্তন করার জন্য কোনো ডকুমেন্ট লাগবে না। UIDAI এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে, এখন থেকে আধার কার্ডের ফটোগ্রাফ, বায়োমেট্রিক, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেল আইডি সংশোধন বা পরিবর্তন করার ক্ষেত্রে নাগরিকদের কোনরকম সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে না।