নিউজকলকাতারাজ্য

বংলায় দুরকম আবহাওয়ার প্রকোপ ,জারি হলো সতর্কতা

আগামীকালের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কোথাও বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ মেঘে ঢাকা থাকবে।কিছুদিন ধরে বংলায় বিভান জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া বিরাচ করছে ,কোথাও প্রবল ব্রজের সাথে বৃস্টি তো কোথায় উত্তপ্ত রোদ্। উত্তরের আকাশে চলছে প্রবল বৃষ্টিপাত, চলবে শনিবার অবধি, জারী হয়েছে সতর্কতা। তবে দক্ষিণের ভারী বৃষ্টির দেখা নেই। মাঝে মধ্যে কিছু এলাকায় হালকা বৃষ্টির দেখা মিলছে।

আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে থাকবে। ও সকালের এবং রাতের দিকে বেশ কিছু এলাকায় একবার বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস জারি করা হচ্ছে। সকাল এবং রাতের দিকে ঘণ্টায় ১৫-১৩ কিমি বেগে বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলায় ।

সকালের দিকে বজ্রঝড়ের ও তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪০% এবং৬০% ।
বিকালের দিকে বজ্রঝড়ের ও তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫১% এবং৬০% ।

Back to top button