সূর্যে হতে চলেছে বিশাল সৌর ঝড়, বিপদের আশংকা কতটা? জানিয়ে দিলো NASA
সম্প্রতি সৌরজগৎ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা লক্ষ করেছেন কয়েক মাস আগে থেকেই হ্রাস পাচ্ছে সূর্যের ঔজ্বল্য। বিজ্ঞানীরা এই প্রসঙ্গে জানিয়েছে সূর্য যখন ম্লান হয় তখন তার কয়েকমাস পরে শুরু হয় সোলার সাইকেলের কাজ। আর সেই কারণে সূর্যে দেখা দিতে পারে উঠল পাঠাল সৌরঝড়।
সম্প্রতি NASA ও জানিয়ে দিয়েছে সেই আশংকার কথা। তারা জানিয়েছে যে এই নিয়ে সূর্যের ২৫ টম সোলার সাইকেল শুরু হয়েছে। আর এরফলেই আসতে পারে সূর্যের অনেক ধরনের পরিবর্তন। আর এরফলে সূর্যের যে নিস্তেজ অবস্থা চলছিল তা পাল্টে যেতে পারে।
তবে সোলার ঝড় পৃথিবীর উপর সেরকম কোনও প্রভাব বিস্তার করতে পারবে না। বিজ্ঞানীরা জানিয়েছেন এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই পৃথিবীর উপর সৌরঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ এসেছে অন্য বিষ নিয়ে কারণ গত ৯ হাজার বছর ধরে সূর্যের উজ্বলতা ও শক্তি হ্রাস পেয়েছে। এইভাবে যতদিন যাবে ততদিন এই শক্তি হ্রাস পাবে।
তবে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ একটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীর ওপর সরাসরি এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে সাধারন মানুষের চিন্তার দূর হলেও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ রয়ে গেছে। কারণ গত নয়হাজার বছর ধরে সূর্যের উজ্জ্বলতা ও শক্তি হ্রাস পেয়েছে যতদিন যাবে তা আরো হ্রাস হতে থাকবে।