১৫০ মিনিটের সফর হবে মাত্র ৬০ মিনিটে, ভারতে আসছে র্যাপিড রেল, ভাইরাল হলো ট্রেনের ফাস্ট লুক
প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর হাতে নিয়েছিলেন বুলেট ট্রেনের প্রকল্প। আর সেই প্রকল্পের কাজ শুরু হয়েও গেছে অনেকদিন আগে। তবে এবার বুলেট ট্রেনের আগেই ভারতীয় যাত্রীদের পরিষেবায় নিযুক্ত হবে র্যাপিড ট্রেন। বিশ্বের সবথেকে আধুনিক প্রযুক্তিতে তৈরী এই রেল দিল্লি থেকে মেরঠের সফর করবে মাত্র ১ ঘন্টাতেই। আর এই প্রজেক্টের বাস্তবায়ন হবে আগামী ২০২৫ সালের মধ্যেই। আর এরজন্য কেন্দ্র সরকার ইতিমধ্যে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করতে চলেছে।
এই র্যাপিড রেল ট্রানজিট সিস্টেমের মতোই দেশের সব ধরণের যাত্রীদের সুবিধার জন্য বানানো হচ্ছে। এই আধুনিক প্রযুক্তির ট্রেনে বাচ্চা , বয়স্ক ও দিব্যাঙ্গদের জন্য থাকবে বিশেষ সুবিধা। এই দ্রুতগতির ট্রেনটি ঘন্টায় ১৮০ কিমি বেগে চলতে পারবে সহজেই।
জানাগেছে এই রেল চলবে দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ করিডোরের মধ্যে। এই করিডোরে সড়ক পথে যাতায়াতে সময় লাগে ৪ ঘন্টা। সেখানে এই আধুনিক প্রযুক্তির রেখে যাওয়া যাবে মাত্র ৬০ মিনিটেই।