Weather Update: মিলছে গরমের আভাস, তবে কেমন কাটবে আগামী দিনগুলো! দেখেনিন
গরমের প্রভাব ইতিমধ্যেই টের পাচ্ছেন শহরবাসী। সকালের ঠান্ডায় গায়ে হালকা জ্যাকেট নিয়ে বাড়ি থেকে বের হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা শরীরে রাখা দায় হচ্ছে। বর্তমানে দিনের সর্ব্বোচ তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরে। শুধুমাত্র সকাল এবং রাতেই হালকা ঠান্ডা ভাবটা অনুভব করা যাচ্ছে। তবে আবহাওয়া অফিসের খবর অনুযায়ী তা এর বেশিদিনের জন্য নয়।
আইএমডি কলকাতার তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়াই থাকবে এবং গরম ভাবও পাওয়া যাবে। খবর অনুযায়ী, হোলির পর থেকেই গরম আরও বাড়বে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর তার জেরে এই জেলাগুলির আশেপাশের এলাকার আবহাওয়া একটু মেঘলা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, কলকাতায় বৃষ্টির কোনও রকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বরং আবহাওয়া বেশ শুষ্কই থাকবে। পাশাপাশি বসন্তের প্রভাবও টের পাওয়া যাবে। আজ অর্থাৎ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি। তবে তা সময়ের নিরিখে সামান্য হেরফের হতে পারে।