WEATHER: গরম শেষে অবশেষে মিলবে স্বস্তি, ঝেপে বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস
প্রতিদিনই বদলে যায় আবহাওয়া। ইদানিং কালে যেন আবহাওয়ার রূপ পরিবর্তন হচ্ছে ঘন ঘন। প্রায় সারা বছরেই মিলছে বৃষ্টির দেখা। কখনো রড উজ্বল মেঘ আবার কখনো ভ্যাপসা গরমে অস্বস্তি। গরমের অস্বস্তি কাটাতে মাঝে মাঝে দেখা দিচ্ছে বৃষ্টি। কখনো প্রচন্ড বৃষ্টি ও ঝরে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী। তাই নিয়মিত আবহাওয়ার খবর প্রকাশ করে হাওয়া অফিস।
হাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে থাকবে মেঘলা আকাশ বিকেলের দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগুলি, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর সহ বাংলার একাধিক জেলায়।
এরই মধ্যে জানাগেছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হবে অন্তত ৩ শতাংশ বেশি। যাহ্রাও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে সিকিম ও উত্তরবঙ্গে র বিভিন্ন অঞ্চলে।
বি:দ্রঃ প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার পূর্বাবাস জানতে ফলো করুন আমাদের পেজ।