রাজ্য

এবার অখিল গিরিকে তলব এনআইএর খেজুরি বিস্ফোরণকাণ্ডে

খেজুরি বিস্ফোরণকাণ্ডে এবার তৃণমূল নেতা অখিল গিরিকে তলব করল এনআইএ। ৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার তিনি কলকাতায় এনআইএ দপ্তরে হাজিরা দেবেন বলে সূত্রের খবর। এ নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও এ বিষয়ে অখিল গিরির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও কাঁথির একাধিক দাপুটে তৃণমূল নেতাকেও এনআইএ নোটিশ দিতে চলেছে বলে জানা যাচ্ছে। যদিও এই নেতাদের পক্ষে এই তথ্য অস্বীকার করা হয়েছে।

গত ৩ জানুয়ারি খেজুরিতে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েেতর ভাঙনমারি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ তৃণমূলের তরফে বলা হয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটেছে। বিরোধীরা অভিযোগ করেন, বোমা বাঁধা সময়েই তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়। বিরোধীদের তরফে এই বিষয়টির ওপর জোর দেওয়া হতে থাকে। ঘটনার দিনই বিস্ফোরণে মৃত্যু হয় অনুপ দাস নামে এক জনের। আগুনে ঝলসে যান তিন জন।

আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় কঙ্কন রায় নামে আরও এক জনের। ঘটনাটিকে ইস্যু করে সরব হন রাজ্যের বিরোধী দলনেতাও। বোমা বাঁধতে গিয়েই মৃত্যু- এই তত্ত্ব জোরাল হতে থাকে। ঘটনায় একাধিক দাপুটে তৃণমূল নেতা জড়িত থাকার সম্ভাবনা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। একাধিক সভা থেকেও তাঁদের নাম নিয়ে সোচ্চার হন। ঘটনায় প্রথম থেকেই এনআইএ তদন্তের দাবি তোলেন শুভেন্দু অধিকারী।

Back to top button