রাজ্য

RUSHvsUKR: চাকরির খোঁজে ইউক্রেন গিয়ে আটকে পড়েছে বাঙালি ছেলে, চিন্তায় পরিবার

রাশিয়া-ইউক্রেনে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। এরই মধ্যে ইউক্রেনে আটকে রয়েছে ভারতের প্রায় অনেক বাসিন্দা যাদের মধ্যে একজন হলেন অমিত বিশ্বাস, বাড়ি শান্তিপুরের বেলঘরিয়ার ২নং গ্রাম পঞ্চায়েতের তালতলার বাসিন্দা। বহুদিন ধরে বেকার বসে থাকা অমিত বিশ্বাস ৬মাস আগে কাজের তাগিদে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। তিনি তার স্ত্রীকে ফোনে জানিয়েছেন যে, বর্তমান সময়েই তিনি পোল্যান্ডে আছেন।

করোনার প্রভাবে দীর্ঘদিন আগে কাজ হারিয়ে বেকার হয়ে বাড়িতেই বসেছিলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা অমিত বিশ্বাস। তবে শেষ ৬মাস আগে তিনি তার বাড়ির দামি জিনিসপত্র বিক্রি করে ইউক্রেনে গিয়েছিলেন কাজের খোঁজে।

অমিত বিশ্বাসের স্ত্রী সাধনা বিশ্বাস জানিয়েছেন যে, প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে ইউক্রেনে গিয়েছিলেন অমিত বিশ্বাস। তবে সেখানে গিয়েও কোনো রকম কাজের খোঁজ পাননি তিনি। আর তারই মধ্যে ইউক্রেনের ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা। এর জন্যই আটকে পড়েন অমিত বিশ্বাস।

Back to top button