Punjab Election: রাহুলের সভা বয়কটে ৫ সাংসদ!
পাঞ্জাবে বিধান সভা নির্বাচনের সময় আরও বড় সংকটের মুখে কংগ্রেস। পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী, ‘দলের পাঁচজন সাংসদ দলের শীর্ষ নেতৃত্বকে অবজ্ঞা করার পরিকল্পনা করেছেন। যদিও কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।’
আর এদিন বিমানে করে রাহুল গান্ধী দিল্লি থেকে অমৃতসর যান। তিনি বিমানবন্দর থেকে সোজা চলে যান স্বর্ণমন্দিরে এবং তার সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও দলের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু। পাশাপাশি রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন পঞ্জাবের কংগ্রেস প্রার্থীরাও। তিনি স্বর্ণমন্দির থেকে যান দুর্গিয়ানা মন্দির ও বাল্মিকী তীরথস্থলে। তবে বিরোধীদের দাবি অনুযায়ী, রাহুল গান্ধীর এদিনের কর্মসূচিতে একইসঙ্গে শিখ, হিন্দু ও দলিতদের আকৃষ্ট করার পরিকল্পনা হয়েছে।
সূত্র অনুযায়ী রাহুল গান্ধী এদিন অমৃতসহ গেলে, কিন্তু সেখানে ৫ সাংসদকে দেখা যায়নি। এই ৫ সাংসদের মধ্যে ছিলেন মনীশ তিওয়ারি, ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর স্ত্রী প্রীনীত কাউর, রভনীত বিচ্চু, জসবীর সিং, মহঃ সিদ্দিকি। তবে তাদেরকে পরে রাহুল গান্ধীর জলন্ধরের ভার্চুয়াল সভাতেও দেখা যায়নি।