রাজ্য
সোনার বিস্কুট পাওয়া গেল রাস্তার ধারে, এলাকা জুড়ে চাঞ্চল্য
আজ, সোমবার দিনে দুপুরে বর্ধমান জেলায় ঘটে গেল এক কান্ড। জিটি রোডের ধাঁরে পাওয়া গেল সোনার বিস্কুট কথাটা ছড়িয়ে পড়তেই সেই স্থানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এই দিন সকালে পুরসভার সামনে কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ার শেখ নাজির হোসেন।
তিনি জানান, এইদিন সকালে তিনি হটাৎ কই দেখতে পান এক রিকশা চালক ও এক মহিলার মধ্যে বচসা হচ্ছে। তার দাবি ওই মহিলার হাতে একটি কাপড়ের পুঁটুলি ছিল। সিভিক ভলান্টিয়ারকে এগিয়ে আসতে দেখেই ওই মহিলা এবং রিকশা চালক পালিয়ে ফেলে যান পুঁটুলিটি। সিভিক ভলান্টিয়ার শেখ নাজিরও ওই দু’জনের পিছনে দৌড়ন। তবে ধরতে পারেননি।
সেই পুঁটুলিটি খুললে তিনি দেখতে পান সোনার বর্ণের বিস্কুট চকচক করছে। পরে সেই বিস্কুট উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান থানায়। যদিও পরে জানা যায়, সোনা নয় ও বিস্কুটে সোনার জল করা!