নদীয়ায় স্ত্রীকে খুন করে মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা স্বামীর
স্ত্রীকে খুন করে নির্মীয়মান বাথরুমে মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা স্বামীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার শংকরপুরে। দুর্গন্ধ এড়াতে মাটি চাপা দেওয়া মৃতদেহের উপরে কংক্রিটের ঢালাই দেয় অভিযুক্ত স্বামী। বিষয়টি জানাজানি হতেই পুলিস ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃত মহিলার নাম মাম্পি চক্রবর্তী(৪৩)। তাঁর বাড়ি সোদপুরে। অভিযুক্ত স্বামীর নাম রবীন্দ্রনাথ রায়। পেশায় সে টোটো চালক। জানা গিয়েছে, মাস চারেক আগে তাদের বিবাহ হয়। মাম্পি তার তৃতীয় পক্ষের স্ত্রী। প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ওই অভিযুক্তের। তার একটি ১৩ বছরের পুত্র সন্তানও রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাতে নিজের ঘরে স্ত্রীকে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে রবীন্দ্রনাথ। গতকাল বিকেলে সে মদ্যপ অবস্থায় স্থানীয় যুবকদের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে। এরপর পুলিসের কাছে খবর যায়। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নৃশংস এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।