পশ্চিমবঙ্গে কবে খুলবে স্কুল? থমকে রয়েছে পড়ুয়াদের পড়াশুনা, সিদ্ধান্ত হবে আজই
সবকিছু ঠিক থাকে চলে রাজ্যের স্কুল খোলা কেবল সময়ের অপেক্ষা। শিক্ষা দফতরের কর্তারা মনে করছেন আজ সোমবার এই বিষয়ে আসতে পারে সবুজ সংকেত। জানা গিয়েছে পড়ুয়াদের মানসিকভাবে প্রস্তুত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে স্কুল শিক্ষা দফতর।
সূত্রের খবর অনুযায়ী স্বরস্বতী পুজোর আগে স্কুলে আংশিক ক্লাস চালু নিয়ে হতে চলেছে আলোচনা। গত দু বছর ধরে করোনা আতঙ্কে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রয়েছে পঠন পাঠন।
প্রসঙ্গত, করোনা আতঙ্কের মাঝে বেশিরভাগ পরিষেবা খোলা থাকলেও পুরোপুরি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই করোনা বিধি মেনেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ফের সরব হলেন বামেরা। তারা জানিয়েছেন যাত্রা , সিনেমার শুটিং, জিম , বিয়ে বাড়ি, পানশালা সব কিছু চলার অনুমতি সরকার দিলেও স্কুল -কলেজ কেন বন্ধ রাখা হবে ? সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ প্রসিঙে বলেছেন ‘গঙ্গাসাগর মেলা,খেলা, নাচ -গান চলবে আর স্কুল কলেজ বন্ধ রেখে প্রজন্মকে নষ্ট করে দেওয়া হবে-এটা সমর্থনযোগ্য নয়।’
সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।