কেমন আছেন করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, দেখেনিন কি বলছে চিকিৎসকরা
বেড়েই চলেছে করোনার (COVID-19) ভাইরাসের প্রকোপ। এরই মধ্যে কিছুদিন আগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। তবে রিপোর্ট অনুযায়ী তার সাস্থের এখনও কোনও তাৎপর্যপূর্ণ উন্নতি হয়নি। ঠিক আগের মতোই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে বাইপাস সংলগ্ন হাসপাতালটির পক্ষ থেকে মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে যে, এই মুহূর্তে বাইপাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বাইপাপের সাপোর্টে ৯৮ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করছেন তিনি।
কোভিডে আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার সুরুজিৎ সেনগুপ্ত। আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। এখনও সঙ্কটজনক অবস্থা কাটেনি তার। সুরুজিতের চিকিৎসার জন্য ডাক্তারদের বিশেষ দল রয়েছে। তাঁরাই প্রাক্তন ফুটবলারের দেখভাল করছে। করোনা ছাড়াও শাসকষ্টের সমস্যা রয়েছে সুরুজিতের। আপাতত বাইপাপ-এর মাধ্যমে উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে সুরুজিতের শরীরে।
মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের প্রস্তাব মতো সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। ডা: অজয় কৃষ্ণ সরকারের চিকিৎসাধীন রয়েছেন সুরজিৎ। কোভিড ছাড়াও হার্টের সমস্যা রয়েছে এই ফুটবলারের। কার্ডিওলজিস্ট, পালমনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার কনসালট্যান্ট নিয়ে গঠিন হয়েছে এই মেডিক্যাল বোর্ড।