হাসপাতাল থেকে ছাড়া পেলেনবাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়ি ফিরলেন বীরভূমের কাচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সোমবার বিকালে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বাইরের কাজ সেরে বাড়ি ফেরার পর বাড়ির সামনেই নিজের মোটর বাইক স্ট্যান্ড করতে গিয়ে আচমকা তিনি সেখানে পড়ে যান। এই ঘটনায় তার বুকে এবং মাথায় কিছুটা আঘাত লাগে বলে পরিবারের দাবি। তারপরই সন্ধ্যায় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকালে ভুবন বাবু নিজেই চিকিৎসকদের কাছে বাড়ি যাওয়ার অনুমতি নিয়ে তিনি বাড়ি ফেরেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সকালে অনেকটা সুস্থ বোধ করছি। তাই আমি চিকিৎসকদের অনুরোধ করলাম বাড়ি ফেরার জন্য। তারা প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পর আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন। বেলা পৌনে দশটা নাগাদ আমি বাড়ি পৌঁছেছি। তবে কিভাবে তার এই ঘটনা ঘটেছে সেই নিয়ে এদিন তিনি কোনও মন্তব্য করতে চাননি। এই ঘটনা ঘটার পর থেকেই তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছিল তিনি একটি পুরনো চারচাকা গাড়ি কিনে তা চালানো শেখার চেষ্টা করছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে। আবার তার পরিবারের দাবি তিনি নিজের মোটরবাইক থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। বাড়ি ফিরে ভুবন বাবু বলেন, আর এই বিষয়ে কিছু বলতে চাইছি না। কপালে বিপদ ছিল তাই হয়েছে।