করোনার তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী সরকার: শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী ফের আরও একবার আক্রমণ করলেন রাজ্যের শাসক দল কে। আজ তিনি তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে একটি খবরের ভিকাগজের ছবি শেয়ার করেন। আর সেই খবরের কাগজের ছবিতে দেখা যাচ্ছে কলকাতা করোনা পজিটিভ রেটের দিক দিয়ে দেশের মধ্যে দ্বিতীয়, সংক্রমণের হার ২৩.৪২ শতাংশ।
কলকাতার আগে রয়েছে শুধু লাহুল স্পিতি যার সংক্রমণের হার ২৫ শতাংশ। তিনি সেই সাথে লেখেন রাজ্যে ক্রিসমাস , নববর্ষ ও টিএমসির প্রতিষ্ঠা দিবস উদযাপনের মাধ্যমে সরকার নিজেই তৈরী করেছে করোনার দ্বিতীয ঢেউ।
প্রসঙ্গত, ভারতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭, ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ২৮৪ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯, ২৪৯ জন। দেশে বাড়তিওমান সুস্থতার হার পৌঁছে গেছে ৯৮.৩২ শতাংশে।
এখনো পর্যন্ত সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩,৪২,৮৪,৫৬১ জন। মোট মৃত্যুর সংখ্যা পৌঁছে গেছে ৪,৮১,৭৭০ জন।দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৮০১ জন। এখনো পর্যন্ত দেশে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১,৪৫,৮৮,১৩,০০৫ কোটি মানুষ।