অবশেষে ঘরে ফিরতে পারলেন তাঁরা। আজ, বুধবার দুর্গাপুর ফিরলেন ইউক্রেনে আটকে থাকা এখানকার তিন ডাক্তারি পড়ুয়া নেহা খান, জিন্নাত আলাম ও বিপাশা সাউ। এদিন দিল্লি থেকে অণ্ডাল বিমান বন্দরে ৩.৪০ নাগাদ তাঁরা আসেন। সেখানে দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তর থেকে তাঁদের বাড়ি পৌঁছানোর ব্যাবস্থা করা হয়। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই। এছাড়াও পড়ুয়াদের পরিবারের লোকজনও আসেন তাঁদের ফিরিয়ে নিয়ে যেতে।