রাজ্য

করোনা বিধি উধাও, আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিংকের জন্য থিকথিকে ভিড় টিটাগড় পোস্ট অফিসে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমনে লাগাম টানতে রাজ্য সরকার আংশিক লকডাউন জারি করেছে। তবুও করোনা বিধি অমান্য করেই টিটাগড় পোস্ট অফিসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংকের জন্য লাইন দিয়েছিল। সোমবার সকালে পোস্ট অফিসের সামনে থিকথিকে ভিড়। সামাজিক দূরত্ব বিধি উধাও। অনেকের মুখে ছিল না মাস্ক।

ভিড়ে ঠাসা লাইনে ধাক্কাধাক্কির জেরে বেসামাল হয়ে বেশ কয়েকজন ড্রেনে পড়েও গিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় টিটাগড় থানার পুলিশকে। মাইকে লিংকের বিষয়ে স্তগিত রাখার কথা ঘোষণা করা হয়। অবশেষে পুলিশ লাইনে দাঁড়ানো মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এই জমায়েত প্রসঙ্গে টিটাগড় পুরসভার পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী বলেন, অনেকবার ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পগুলোতে ওরা আসেনি। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংকের গুরুত্ব ওরা বোঝে নি। তবে কেউ ভূল বুঝিয়ে পোস্ট অফিসে ওদের জমায়েত করিয়েছে।

Back to top button