রাজ্য

করোনা: বাড়ছে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা, লকডাউন হবে কি রাজ্যে ?

ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ঘোষণায় একমাত্র উপায় বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে মনে করা হচ্ছে রাজ্যসরকার এই রাজ্যে হয়তো এখনই এতো বড় পদক্ষেপ নেবে না। মনে করা হচ্ছে করোনা প্রতিরোধের জন্য আগামী ৩ জানুয়ারী থেকে জারি করা হবে কড়া বিধিনিষেধ।

অনুমান করা হচ্ছে আজ রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বিধিনিষধ সংক্রান্ত নির্দেশ ঘোষণা করবেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ভারতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭, ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ২৮৪ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯, ২৪৯ জন। দেশে বাড়তিওমান সুস্থতার হার পৌঁছে গেছে ৯৮.৩২ শতাংশে।

এখনো পর্যন্ত সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩,৪২,৮৪,৫৬১ জন। মোট মৃত্যুর সংখ্যা পৌঁছে গেছে ৪,৮১,৭৭০ জন।দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৮০১ জন। এখনো পর্যন্ত দেশে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১,৪৫,৮৮,১৩,০০৫ কোটি মানুষ।

Back to top button