করোনা: বাংলায় RECORD করলো আক্রান্তের সংখ্যা, হবে কি সম্পূর্ণ লকডাউন ? বৈঠকে মমতা
বাংলা রবিবার করোনা আক্রান্তের হিসেবে করেছে সর্বকালীন রেকর্ড। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পরিসংখ্যান ছাপিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। সংক্রমেণর দিক দিয়ে পশ্চিমবঙ্গে সবার শীর্ষে রয়েছে কলকাতা, বীরভূম, হাওড়া, হুগুলি ও পশ্চিম বর্ধমান।
জানাগেছে, এই করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে সোমবার বৈঠকে বসতে চলেছেন মমতা। হয়তো যে এলাকায় সংক্রমণ সবথেকে বেশি সেইসব এলাকায় করা হতে পারে লকডাউন।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।