রাজ্য

বিজেপি নেতারা সব সামলে নেবেন বাংলায় দলীয় কোন্দল প্রসঙ্গে মন্তব্য উমা ভারতী

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- গোষ্ঠী কোন্দলে জেরবার রাজ্য বিজেপি। বাংলায় বিজেপিতে অনেক বড় বড় নেতা আছেন। তারাই সামলে নেবেন। শনিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ মন্দিরে পুজো দিয়ে এমনই মত ব্যক্ত করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। এদিন সন্ধ্যেয় তিনি দক্ষিণেশ্বর মন্দির চত্বর দেখেন। মা ভবতারিণীর পুজো দিয়ে উমা ভারতী বলেন, জগতের কল্যাণ কামনায় মায়ের মন্দিরে পুজো দিলাম। মা জগতকে রক্ষা করবেন। রাজ্য বিজেপির গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিজেপির বড়ো বড়ো নেতা আছেন। তারা বিষয়টি সামলে নেবেন।

তবে গণতান্ত্রিক দেশে ভিন্ন বিচারধারার মানুষ আছেন। সকলের স্বাধীনতা আছে নিজস্ব মত প্রকাশ করার। এটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর। রাজ্য বিজেপিতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আলাদা কমিটি গঠন প্রসঙ্গে উমা ভারতী বলেন, ‘একটাই ঠাকুর আছে বলে জানি। যার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ, স্বামীবিবেকানন্দ, মা ভবতারিণী ঠাকুরকে আমি জানি। কোথায় কি কমিটি হচ্ছে তা বিজেপির নেতারাই বলবেন। উমা ভারতী সংযোজন, মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে করোনা এই দুনিয়াতে থেকে খুব শীঘ্রই দূর হয়ে যায়।

Back to top button