বাইকে করেই বাদাম বিক্রি করতেন, এবার গাড়ি চালাতে গিয়েই আহত হলো ‘বাদাম কাকু’
বর্তমানে গাড়ি দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভুবন বাদ্যকর। তিনি তার সদ্য কেনা চার চাকার গাড়িটি চালানো শিখতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার কবলে পরে। বর্তমান সময়ে তিনি সিউড়ি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকের খবর অনুযায়ী, তিনি সুস্থই আছেন গুরুতর কোনো আঘাত লাগেনি ভুবনের।
বেশ কিছুদিন আগেই ভুবন জানিয়েছিলেন যে, তিনি এখন থেকে বাদাম বিক্রি করা বন্ধ করে গান গাওয়াতে মন দিবেন। এর কারণ তিনি এখন হলেন ‘সেলেব্রিটি’। পাশাপাশি তিনি এটাও বলেন যে তিনি যদি এখন আগের মতো করে ‘কাঁচা বাদাম’ বিক্রি করেন তাহলে তার সম্মান, খ্যাতি কমে যাবে। বর্তমান সময়ে তার গান ‘কাঁচা বাদাম’ এখন সারা বিশ্বে জনপ্রিয় এবং তার এই গানের কপিরাইট কেনার জন্য বোলপুরের মিউজিক সংস্থা গোধূলি বেলা থেকে তাকে তিন লক্ষ টাকা দিয়েছেন। ‘সেলেব্রিটি’ হওয়ার পর তার এই উপার্জনের টাকা দিয়ে তিনি একটি গাড়ি কেনেন। আর সেটি শিখতে গিয়েই ঘটে দুর্ঘটনা।
সম্প্রতি, তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। তবে তিনি যখন গাড়ি চালানো শিখছিলেন তখনই ঘটে এই দুর্ঘটনা। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে দেওয়ালে। দুর্ঘটনায় ভুবনের বুকে ও মুখে আঘাত লেগেছে।