আজ, শনিবার রাজ্যের শাসকদল তৃণমূলের কমিটি অবলুপ্ত করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই দলের অন্দর মহলে দেখা যাচ্ছে নানান ঝামেলা। শুধু তাই নয় ডাক ওঠে ‘এক ব্যক্তি এক পদ’ এরও। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ ছাড়ার আলোচনা চলছিল। আর এর মাঝেই তৃণমূল সুপ্রিম ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিলেন বড়ো পদক্ষেপ। নিজের পদ রেখে সকলের পদ অবলুপ্তের ঘোষণা করেন।আজ, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ডাকা জরুরি বৈঠকে সুপ্রিমো ২০ সদস্যের জাতীয় কর্মসমিতির ঘোষণা করে অন্যসব পদ অবলুপ্ত ঘোষণা করেন।
আজকের, এই ২০ সদস্যের কমিটিতে দলের সুপ্রিমো ছাড়াও রয়েছেন, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বুলুচিক বারিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, যশবন্ত সিনহা, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। বৈঠক শেষ তৃণমূলের অন্যতম নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘সভানেত্রী ছাড়া আপাতত শীর্ষ স্তরের সব পদ অবলুপ্ত থাকছে। পরে কর্মসমিতির কে কোন পদে থাকবেন তা জানানো হবে।’