BigNews: স্বস্তি মিললো অনুব্রতর, কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই, তবে জারি থাকবে তদন্ত
বীরভূমের দাপুটে নেতা তথা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের বিরুধ্যে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মন্থর এজলাসে মামলার শুনানি হয়। মামলার শুনানি শেষে বিচারপতি নির্দেশ দিয়ে বলেন যে অনুব্রত মন্ডল প্রধান অভিযুক্ত নন। টার নাম এফআইআরে নেই। আদালতের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করা যাবে না। তবে তাকে সিবিআই বোলপুরে অথবা দুর্গাপুরে ডেকে জিগগাসাবাদ করতে পারবে সিবিআই।
প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। তিনি কোনো শাসক পদে না থাকলেও তার দাপটেই চলে গোটা বীরভূম। এবার সেই দাপুটে নেতাকে তলব করলো কেন্দ্রীয় গোপয়েন্দা বাহিনী সিবিআই।
তবে অনুব্রত মন্ডল একবার নয় পর পর দুবার এড়িয়ে গেলেন সিবিআইয়ের তলব। দ্বিতীয়বার তলব করলেও ফের হাজিরা এড়ালেন অনুব্রত। তিনি জানিয়ে দিলেন যে তিনি এই মুহূর্তে ‘অসুস্থ’ আছেন তাই হাজিরা দিতে পারছেন না।
মূলত তার বিরুধ্যে মামলা দায়ের হয়েছে বীরভূমের বিজেপি কর্মী গৌরব সরকারকে খুন করার। আর সেই মামলার তদন্তের জন্যই সিবিআই অনুব্রত মন্ডল কে তলব করেছে বলে সিবিআই সূত্রের খবর।
প্রসঙ্গত, বীরভূমের এই দাপুটে নেতা প্রায়ই খবরের শিরোনামে থাকেন।কখনো তিনি ঢাক বাজানোর কথা বলে আবার কখনো তিনি বিরিওধিদের গুড় বাতাসা খাওয়াবেন বলে উঠে এসেছিলেন খবরের শিরোনামে। তবে বিভিন্ন সমালোচনা পর্যালোচনা হলেও তিনি নিজের পদে এখনো রয়েছে আসীন। তার দাপটেই এখনো চলছে বীরভূম বলে মনে করেন অনেকেই।