রাজ্য

BigNews: মমতার বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি বিরোধী দলনেতার, ২৪ ঘন্টার মধ্যেই আসলো ফোন

কেন্দ্রের তরফে চালু করা প্রকল্পের নাম বদলের অভিযোগ উঠলো মমতা বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই প্রকল্পের পুরো কৃতিত্ব নিচ্ছেন রাজ্যের শাসক দল। এমনটাই বিস্তারিত ভাবে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) লিখলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর পরেই কেন্দ্রের কাছে সেই চিঠি পৌঁছানোর ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর ফোন আসল বিরোধী দলনেতার কাছে।

সম্প্রতি ‘জল স্বপ্ন’ নামে একটি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।আর তার পরেই শুরু হয়ে যায় বিতর্ক। এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা দাবি করে জানান, কেন্দ্রের ‘জল জীবন মিশন’ আসলে কেন্দ্রের ‘জল স্বপ্ন’ প্রকল্প।তিনি এই নিয়ে লেখেন,”পশ্চিমবঙ্গ সরকারের নতুন “স্টিকার প্রকল্প” হল জল স্বপ্ন প্রকল্প। কেন্দ্রীয় বঞ্চনার মালা জপতে জপতে কখন যে কেন্দ্রীয় প্রকল্পগুলির নামের ওপর লেবেল সাঁটিয়ে নিজের প্রকল্প বলে চালিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না” !!!শুধু তাই নয়, এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে হিসাবও তুলে ধরেছেন বিরোধী দলনেতা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনও অবদান না থাকলেও এই প্রকল্প নিজেদের নামে চালানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ।

Back to top button