রাজ্যরাজনীতি

BigNews: ২ ফেব্রুয়ারী তৃণমূলের দলীয় VOTE , এবার কর্মীরাই বাছাই করবেন নেতা

তৃণমূলের অন্দরে বেজে গেল ভোটের দামামা। আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারী মাসের ২ তারিখে হতে চলেছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। আর ৩১ মার্চ ঘোষণা করা হবে নতুন কার্যকরী সিমিতির। আজ, মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

গতবার, নীলবাড়ির ভোটে বিপুল পরিমান জয় লাভ করার পরেই তৃণমূলের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষিক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দলের সাধারণ সম্পাদক পদে বসেই জাতীয় স্তরে দলের বিস্তারে মন দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এই নিয়ে মঙ্গলবার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। তার পর থেকে একে একে বুথ কমিটি থেকে কেন্দ্রীয় কমিটির নির্বাচন চলবে। আগামী ৩১ মার্চের মধ্যে কোভিড বিধি মেনে দলের সর্বস্তরে সাংগঠনিক নির্বাচন সেরে ফেলা হবে। সেই দিনই তৃণমূলের কার্যকরী সমিতির ঘোষণা করা হবে।’’

Back to top button