রাজ্য

BigNews: ১৭ জানুয়ারী থেকে ফের চালু হবে এই পরিষেবা, উপকৃত হবে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী

করোনা কালে বারবার ব্যাহত হয়ে পড়ছে শিক্ষা ব্যবস্থা। ছাত্র-ছাত্রীরা ঘরে বসে অনলাইন ক্লাস করলেও স্কুলের মতো মিলছে না সুবিধে। পড়া শেষে মনে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে তা হয়তো কোনো ছাত্র ছাত্রী শিক্ষককে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না। তাই মনোযোগী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে হয়ে গেছে কিছুটা অসুবিধা।

তাই ১৭ জানুয়ারী থেকে ফের ‘বাংলার শিক্ষা দূরভাষে’ পরিষেবাটি চালু হবে বলে জানিয়ে দিলো রাজ্যের শিক্ষা দফতর। ছাত্র-ছাত্রীরা তাদের বিষয়ের উপর যেকোনো প্রশ্নের সমাধান পেয়ে যাবে ১৮০০১২৩২৮২৩ নম্বরে ফোন করে।

পরিষেবাটি পাওয়া যাবে সকাল ১০ টা ঠিক দুপুর ১.৩০ পর্যন্ত। আর এই পরিষেবায় প্রশ্ন করতে পারবে ক্লাস -Vi থেকে ক্লাস -Viii এর শিক্ষাথীরা। দুপুর ১.৩০ এর পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফোন করতে পারবে নবম ও দহ্ম শ্রেণীর পড়ুয়ারা। এই সুবিধা পাওয়া যাবে রবিবার বাদে সব দিনই।

Back to top button