রাজ্য

BigNews: পড়ুয়ারা বিনামূল্যে পাবেন TIFFIN , বড় পদক্ষেপ রাজ্য সরকার

কেন্দ্রীয় সরকারের অধীনে সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে ১৮ বছরের নিচে যারা রয়েছেন তাদের টিকাকরণ। আগামী দিনে যাতে করোনা কোনো বড়ো ক্ষতি না করতে পারে সেক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এই টিকাকরণ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শুরু থেকেই ১৫-১৮ বছর বয়সীদের টিকা প্রদান করার ক্ষেত্রেও এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যায়।

আপাতত রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে ক্যাম্প করে এই টিকা প্রদান চলছে। তবে বীরভূমের একটি স্কুলে এই টিকা প্রদান কর্মসূচিতে এমন এক উদ্যোগ দেখা গেল যা নজিরবিহীন। বীরভূমের রাজগ্রাম এস. আর. আর. বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিজস্ব উদ্যোগে টিকা নেওয়া ছাত্রীদের হাতে তুলে দিলেন একটি করে গরম গরম সিদ্ধ ডিম এবং একটি করে কেক। শিক্ষক-শিক্ষিকাদের এমন উদ্যোগ অভূতপূর্ব উদ্যোগ বলেই জানিয়েছেন বিশিষ্টজনেরা।

মঙ্গলবার সকাল থেকে এই স্কুলের দশম শ্রেণীর পড়ুয়াদের প্রথম টিকা দেওয়া হয়। টিকা প্রদান এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল ৪২৩ জন স্কুল ছাত্রী। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাতে একটি করে কুপন তুলে দেওয়া হয় এবং পরে স্কুলের তরফ থেকে একটি করে গরম সিদ্ধ ডিম একটি করে কেক তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই টিকা নেওয়ার পর এমন সিদ্ধ ডিম ও কেক পেয়ে খুশি স্কুলের পড়ুয়ারা।

Back to top button