বিধাননগরের মেয়র কে? সব্যসাচী না কৃষ্ণা, কে আছেন এগিয়ে? জেনেনিন বিস্তারিত
তৃণমূল কংগ্রেস গঠন করতে চলেছে বিধান নগর পুরবোর্ড। এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে শাসকদল। আর এবার তাই দেখা দিচ্ছে প্রশ্ন যে এই পুরবোর্ডের মেয়র কে হবেন? সব্যসাচী দত্ত ৩১ নম্বর ওয়ার্ডে ৪৬৪৪ ভোট জিতেছেন।
অপরদিকে পুরবোর্ডের বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্ত্য হইতেছেন বড় ব্যবধানে। তবে ফলাফল ঘোষিত হবার পর সব্যসাচী জানিয়েছেন তাদের দলীয় নেত্রী মমতা ব্যানার্জি বলবেন শেষকথা। একই সুর দেখা গেছে কৃষ্ণা চক্রবর্তীর গলাতেও তিনি বলেছেন ‘দিদি যা বলবেন, তাই শুনব।’
প্রসঙ্গত, এবারের পুরভোটে ছিটে ফোটা ঘটনা ছাড়া ভোট মিটেছে শান্তিপূর্ণ ভাবেই। তবে কোথাও কোথাও বিরোধী দলের এজেন্টকে মারধরের অভিযোগ এসেছিলো। দেখা গেছে ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে প্রাথীর মধ্যে মারামারি। সবমিলিয়ে বাংলায় ২১ শের ভোটের ফলাফলের পর এই মুহূর্তে প্রায় কোনঠাসা হয়ে পড়েছে বিজেপি। কোথাও কোথাও তারা প্রাথী পর্যন্ত দিতে পারেননি। যদিও বিজেপি অভিযোগ করে জানিয়েছেন শাসক দলের অদৃশ্য চোখ রাঙানিতেই তাদের নেতা নেতৃত্ব ও দলীয় কর্মীরা আর নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় নামতে চাইছে না।