সাবধান! শিলাবৃষ্টি হবে আজ বিভিন্ন জেলায়, তাড়াতাড়ি বাড়ি যান, জানিয়ে দিলো আবহাওয়া দফতর
বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাজহারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে দিন ও রাতের তাপমাত্রা একই থাকায় শীত শীত ভাব উধাও হয়ে গেছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে।
অপরদিকে আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার পতন হয়েছে সামান্য। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণেও এই তাপমাত্রার এতপ পতন। উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ উত্তর বঙ্গের তিন জেলায়।
আজ, সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার। উত্তর বঙ্গের দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের অবস্থা মেঘলা ও শোচনীয়। এবারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি শুরু হতে পারে আজ থেকেই বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে। আজকেই বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভবনা আছে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ, তবে কাল থেকে এই বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। টানা তিন থেকে চার দিন এই বৃষ্টি চলবে।