দুঃসংবাদ! ১ লাফে অনেকটাই বেড়ে গেলো ডিমের দাম, কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের
করোনা মহামারী নিয়ে একে উদ্বিগ্ন গোটা দেশ ! ফের ঈশান কোন জমেছে কাজ হারানোর আশংকা। কোরোনার বার বাড়ন্তে বাড়ছে ফের সম্পূর্ণ লকডাউনের সমস্যা। আর এবার পাল্লা দিয়ে বাজারে বেড়ে যাচ্ছে সমস্ত কিছুর দাম।
একদিকে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত অপরদিকে বাজারে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি।মধ্যবিত্ত বাঙালিদের সবজি ও সর্ষের তেল কিনতে গিয়ে তো হাত পুড়ছেই আর এবার ডিমের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত দেওয়ার জোগাড়।
এম্নিতেওই শীতের মরসুমে ডিমের দাম কিছুটা বেড়েই যায়। তবে এবার ১ লাফে অনেকটাই বাড়লো ডিমের দাম। একদিকে সবজির দাম এবার সস্তা নয় ততটা অপরদিকে বেড়ে গেলো ডিমের দাম। গরম কালে যে ডিমের দাম ছিল ৫ টাকা। জোড়া ডিম্ ছিল ১০ টাকা ও এক তরে ডিমের দাম ছিল ১৩৭ টাকা থেকে ১৪০ টাকা। সেই ডিমের দা এখন ১৬৫ থেকে ১৮০ টাকা। প্রায় ১৫-২৫ টাকা বেড়ে গেলো ডিমের দাম।
এমনকি ব্যবসায়ীরা আশংকা করছে ভবিষতে ডিমের দাম আরও বাড়তে পারে। আপনার এলাকায় এইমুহূর্তে ডিমের দাম কত জানিয়ে দিতে পারেন নিচের কমেন্টস বক্সে।