আর কয়েক ঘন্টার মধ্যেই প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! শীত কি ফিরবে বৃষ্টি কাটলে
আজ, রবিবার দেখা নেই রোদের ঝলক। ঘন মেঘে আকাশ অন্ধকার। মাঘের শুরুতে মিলছে না শীত। উপরন্ত ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উধাও শীতের আমেজ। গতকাল, শনিবার থেকে আকাশ ছিল মেঘলা। তবে মঙ্গল-বুধবার থেকে ঘুরে দাঁড়াতে পারে শীত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী দু’দিন থাকবে এমনই মেঘ সঙ্গে বৃষ্টি। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। আর এর ফলেই গাঙ্গেয় বঙ্গে জলীয়বাষ্প ঢুকবে।
তবে আবারও কবে শীত ফিরে আসবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। আর শীত ফিরলেই বা কতটা জোরালো হতে পারে তা নিয়ে চর্চা চলছে নানা মহলে। সূত্রের খবর, ঝঞ্ঝার প্রভাব কাটলেই কনকনে উত্তুরে বাতাস পূর্ব ভারতে শীতের দাপট বাড়বে।
অনুশ্রী পাড়ই।