৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা, উপস্থিত অনেকেই
আশিস সিংহ -:- নবদ্বীপ
আজ ২৬শে জানুয়ারী, রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ -এ অনাড়ম্বরভাবে যথাযথ মর্যাদায় ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল কভিদ বিধি মেনে। এদিন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন অবৈতনিক পাঠ দান কেন্দ্রের সম্মুখে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ ।
উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ- শাখার সহ-সভাপতি শ্রী সব্যসাচী মন্ডল, ও অবৈতনিক পাঠদান কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ ও অন্যান্য স্থানীয় সুধীজন বৃন্দ ।
উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন স্বামী অমরেশ্বরানন্দ ও শ্রী সব্যসাচী মন্ডল ।
এরপরএকটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অবৈতনিক পাঠদান কেন্দ্রের ছাত্রছাত্রীবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।এদিনের অনুষ্ঠান এই মনজ্ঞ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অবৈতনিক পাঠদান কেন্দ্রের প্রধান শিক্ষক শ্রী ত্রিনাথ ঘোষ ।