রাজ্যে আবারও ফিরলো শীত, একলাফে অনেকটা কমে গেল তাপমাত্রা
এখনও শেষ হল না শীতের ইনিংস। শুক্রবার হওয়া বৃষ্টি পাতের ফলে অনেকটাই কমে গেছে তাপমাত্রা। শুধু তাই নয় আজ, রবিবার রাজ্যের তাপমাত্রা কমল রেকর্ড হারে। এই দিন একলাফে রাত্রের তাপমাত্রা কমল ৩ ডিগ্রি। অবশ্য এই শীতের জমিয়ে মজা নিচ্ছে বঙ্গবাসীরা। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আপাতত আলিপুর আবহাওয়া দফতরের তরফে এটাই জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন সম্ভবত ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাংলায় আবহাওয়ার এমন পরিবর্তন হয়েছে। তবে শুধু বাংলায় নয় আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর এবং পশ্চিমের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে।
আজ, রবিবারে কলকাতা এবং আসে পাশের এলাকায় সকাল বেলা কুয়াশা দেখা দিলেও পরবর্তী সময়ে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যায়। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।