রাজ্যরাজনীতি

২০০ জন নিয়ে বিয়ে হতে পারে, ৩০ জনকে নিয়ে ক্লাস হবে না কেন: শুভেন্দু অধিকারী

রাজ্যে করোনা বিধি ( COVID 19 RESTRICTION ) মেনে যাতে স্কুলগুলো হয় সে জন্য সাধারণ থেকে শুরু অনেক নেতাই বলেছিল। কিন্তু সেই কথা বার বার উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। যার কারণে স্কুল খোলা নিয়ে কটাক্ষ পর্যন্ত শুনতে হয় সরকারকে। কিন্তু আজ শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। তবে তার আগেই শুভেন্দুকে আটক করে রাজ্য পুলিশ যার কারণে ক্ষুব্ধ হয়ে যান তিনি। এর পরেই তিনি বিভিন্ন দাবি তুলে বসে পড়েন।

ঠিক এই দিন অর্থাৎ বৃহস্পতিবার একই দাবি তুলে রাস্তায় বসে পড়লেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং তার সাথে সঙ্গী ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি আগেই বলে দিয়েছিলেন,”এই রাজ্যে মদ দোকান, পার্লার, সেলুন দোকান খোলা। এখানে কোভিড দেখা যায় না। শুধু লোকাল ট্রেন আর স্কুলে কোভিড থাকে। এভাবে গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে।”

শুধু তাই নয় তিনি এই নিয়ে স্পটভাবে জানান, রাজ্যে ২০০ জনকে নিয়ে বিয়ে বাড়ি হতে পারলে ৩০ জনকে নিয়ে কেন ক্লাস হবে না ? শিক্ষা ব্যবস্তাকে পুরোপুরি ভাবে ভেঙে দিতে চাইছে সরকার । স্কুল-কলেজ যতদিন খোলা না হচ্ছে ততদিন বিকাশ ভবনের সামনে কোনও না কোনও বিজেপি বিধায়ক প্রতিদিন ধরনায় বসবেন বলেও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।

Back to top button