রাজ্য

সাবধান! বাংলা জুড়ে মাঘ মাসে এলো ‘বাঘ কাঁপানো’ শীত, জেনেনিন আজকের আবহাওয়ার খবর

মাঘের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। মেঘ, বৃষ্টি কাটিয়ে আবার দাপট বাড়িয়েছে শীত। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কনকনে শীত আরো দিন দুয়েক চলবে। তবে শুক্রবার রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হলে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

দমদম এবং সল্টলেকের মতো কলকাতা মহানগর-ঘেঁষা এলাকাগুলোতেও বেশ ঠান্ডা পড়েছে। বেশ শীত নেমেছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কাঁথি, দিঘার মতো উপকূলীয় এলাকাতেও। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো এলাকাগুলোতে শীতের দাপট স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের চেয়ে বেশি।

রাতের তাপমাত্রা নামছে পাহাড়ি উত্তরবঙ্গেও। পাহাড়ে এ সময়ে কনকনে ঠান্ডাই স্বাভাবিক। তরাই-ডুয়ার্সের জেলাগুলোতে সম্প্রতি রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও সেখানে এখন হাড়কাঁপানো শীত।

সোমবার শিলিগুড়ির তাপমাত্রা ছিল প্রায় ৮ ডিগ্রি। জলপাইগুড়ি, কোচবিহারও ৮-৯ ডিগ্রির মধ্যে। মালদহ, দুই দিনাজপুরের ছবিও কমবেশি এক। মঙ্গলবারের জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, সারা দিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১২। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Back to top button