রাজ্য
সাংসদ মিমি চক্রবর্তী ‘সুকন্যা’র পর আবার নিলেন নতুন উদ্যোগ, প্রশংসায় সাধারণ মানুষ
সাংসদ মিমি চক্রবর্তী তার নিজের এলাকা উন্নত করতে নিয়ে আসছেন নতুন প্রযুক্তি।এর আগেও তিনি মেয়েদের সচেতনতা বাড়াতে স্যারেটোরী প্যাডের জন্য সুকন্যা ও আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য স্কুলে ক্যারাটে শেখাতে উদ্যোগী হন। ।এবার নতুন করে উদ্যোগী হয়ে তিনি চোখের চিকিৎসার জন্য এক নতুন ব্যবস্থা নিতে চলেছেন মিমি চক্রবর্তী।
বারুইপুরে স্পেশ্যালিটি হাসপাতালে ফেকোমেশিন ও বায়োমেট্রিক মেশিন বসানো হবে।এর ফলে বারুইপুরে এধরণের মেসিন বসানোতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ এর দ্বারা উপকৃত হবে।এর আগে তিনি তার এলাকার স্কুলে সুকন্যা ও ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আসাতে অনেক স্কুল পড়ুয়ারাও উপকৃত হয়েছে।
উলেখ্য হলো, এইসব উদ্যোগের সমস্ত ব্যয় ভার নিজেই নিয়েছেন।যার কারণে এর দ্বারা বহু মানুষ নিশ্চিন্তে এই নতুন পরিষেবা পাবে।