‘শিখর স্পর্শ করব কিন্তু, শিকড়কে ভুলে যাব না’, খালি পায়ে চেয়ার ছেড়ে সাধারণের মাঝে মোদী

সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার আন্তরিকতা আবারও দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। এর আগে বহুবার তাঁকে শ্রমিকদের সঙ্গে সিঁড়িতে বসে গল্প করতে বা খুদেদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে। বুধবারও তার ব্যতিক্রম হল না। বিজ্ঞান ভবনে নভকর মহামন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী মঞ্চে না উঠে সাধারণ মানুষের সঙ্গেই বসলেন। জৈন সম্প্রদায়ের এই অনুষ্ঠানে তাঁকে খালি পায়ে দেখা যায়।
এদিন নভকর মহামন্ত্র অনুষ্ঠানে যোগ দিতে বিজ্ঞান ভবনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জৈনদের এই আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা এদিন স্পষ্ট হয়। মঞ্চে তাঁর জন্য নির্দিষ্ট আসন থাকা সত্ত্বেও, মোদী সেখানে না বসে খালি পায়ে মঞ্চের সামনে সাধারণ মানুষের সঙ্গে বসেন।
নভকর মহামন্ত্র, যা নমোকর মন্ত্র নামেও পরিচিত, অহিংসা ও অন্তরের শান্তির জন্য পাঠ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের বিশ্বাসের কেন্দ্র হল নভকর মহামন্ত্র। উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে নভকর মহামন্ত্রের যোগসূত্র রয়েছে। লালকেল্লা থেকে আমি বলেছিলাম, উন্নত ভারত মানে উন্নতি এবং ঐতিহ্যকে বহন করা। এমন এক ভারত যা কখনও থামবে না। আমরা সাফল্যের শিখর স্পর্শ করব, কিন্তু আমাদের শিকড়কে ভুলে যাব না।”
ভারতের সংস্কৃতিতে জৈনদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্র প্রাকৃত ও পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। এই দুটি ভাষাই জৈন ও বৌদ্ধ সংস্কৃতিকে বহন করে। তিনি বলেন, “সেজন্যই প্রাকৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ জৈন সম্প্রদায়ের প্রতি তাঁর গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অনেকে।