রাজ্য

মানুষের হার, ছাপ্পাশ্রীর জয়, পুরভোটের ফল নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ সাংসদ অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাঁচড়াপাড়া থেকে টিটাগড় আটটি পুরসভায় সবুজ ঝড়। গারুলিয়া বাদে বাকি সাতটি পুরসভায় বিরোধী শূন্য। বুধবার পুর ভোটের ফল নিয়ে সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মানুষের হার হয়েছে। ছাপ্পাশ্রীর জয় হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় গণতন্ত্রের হত্যা হয়েছে। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ গণনাকেন্দ্র নৈহাটি ও জগদ্দলের বিধায়ক যথাক্রমে পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যাম হাজির থেকে গণনাকেন্দ্র দখল করে নেওয়া হয়েছিল। সাংসদের দাবি, সিপিএম একটা সময় বিরোধী শূন্য করে বাংলা থেকে বিদায় নিয়েছে। তৃণমূলও বিদায় নেবে। শুধু সময়ের অপেক্ষা। এই জয় প্রসঙ্গে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, মানুষ মমতা ব্যানার্জির ওপর বিশ্বাস রেখে ভোট দিয়েছেন। বিপুলভাবে মানুষ সমর্থন করায়, মানুষের কাজ আরও বেশি করে করতে হবে।

Back to top button