রাজ্য
সিন্ডিকেট, প্রমোটারিতে যুক্তরা তৃণমূলের ভোট করিয়েছে, দাবি দিলীপ ঘোষের
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- যারা সিন্ডিকেট চালায়। যারা প্রমোটার। যারা টাকা কামিয়েছে। তারাই তৃণমূলের টিকিট পেয়েছে। ওদের কাছে লোকবল ও গুন্ডাবল আছে। এবারে ওরাই তৃণমূলের ভোট করিয়েছে। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে বেরিয়ে এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তার সংযোজন, তৃণমূলের পুরানো লোক যারা টিকিট পাইনি। তারাই জোর করে দাঁড়িয়ে জয়ী হয়েছেন।বিজেপির হিমঘরে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন পরবর্তী হিংসায় যেভাবে ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। ১২০০০ কর্মীকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে। তাই দলীয় কর্মীরা সব ভয় পেয়ে গিয়েছেন। অনেকে নির্বাচনে অংশ নেননি। দিলীপ ঘোষের দাবি, বিজেপিকে আটকাতে তৃণমূল সিপিএমকে দুই নম্বরে তুলে আনার চেষ্টা করছে।