রাজ্য

‘বাপ্পি লাহিড়িকে ১টা গান লিখে দিয়ে ছিলাম’ বললেন মুখ্যমন্ত্রী Mamata

আজ, সোমবার আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে শহিদ স্মরণের মঞ্চে এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee )। আর সেই অনুষ্ঠানে প্রয়াত সঙ্গীত শিল্পীদের ( Singer ) স্মরণ করেন তিনি। সেই সঙ্গে নানান ভাষার শিল্পীদের সংগীত নিয়েও করেন আলোচনা। আর তখনই প্রয়াত বাপ্পি লাহিড়িকে ( Late Bappi Lahiri ) স্মরণ করে জানালেন, ‘বাপি লাহিড়িকে গান লিখে দিয়েছিলাম। হয়তো কোনও কারণে ওর গেয়ে ওঠা হয়নি।’

আজ, দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ি ছাত্র যৌবনের মন কেড়েছিলেন। তাঁর গানগুলি আজকের ছেলে মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি মঙ্গল দ্বীপ জ্বেলের মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু’টো গান লিখে দিও। আমি গাইব। গানও লিখে দিয়েছিলাম। কোনও কারণে গেয়ে ওর গেয়ে ওঠা হয়নি।’

পাশাপাশি তিনি বলেন, ‘আজ মাতৃভাষা দিবসে সব ভাষাভাষির মানুষকে অভিনন্দন জানাই। আমাদের ভাষার অবলুপ্তি যেন না হয়। সব ভাষাকে ভালোবাসব। কিন্তু যে ভাষায় মা বলতে শিখেছি তাকে একটু বেশি ভালোবাসতে হবে। বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। আজকাল বাবা মারাই বাংলা শেখাতে চান না।’

Back to top button