পশ্চিমবঙ্গে দুই কাউন্সিলর খুন, হাইকোর্টে মামলা দায়েরের আর্জি
![](https://www.bharatnews24x7.com/wp-content/uploads/2022/03/1-5-780x470.jpg)
বাংলায় পর পর দুই কাউন্সিলরের খুনের ঘটনায় উত্তর রাজ্য রাজনীতি। পানি হাতি ও ঝালদায় খুন করা হয়েছে তৃণমূল ও কংগ্রেস কাউন্সিলরকে। আদালতে তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন আইনজীবী।
বিধিমেনে মামলা দায়ের করার আর্জি মেনেও নিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থর এই বিষয়ে মামলা দায়ের করার জন্য পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার রাতে পানিহাটিতে অনুপম দত্ত ও ঝালদায় তপন কান্দুকে গুলি করে খুনের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। কাউন্সিলরদের নিরাপত্তার বিষয় নিয়ে উঠছে প্রশ্ন।
দুই কাউন্সিলরের মৃত্যুতে সোমবার উত্তাল হয়েছে বিধানসভাও। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। সঙ্গে পুলিশমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে করেছেন ওয়াক আউটও। পানিহাটি কাউন্সিলর খুনের ঘটনায় মঙ্গলবার ভোর রাসতেও ২ জনকে গ্রেফতার করেছে। পানিহাটি কাউন্সিলর অনুপম দত্ত খুনে মোট ৩ জনকে গ্রেফতার করা হল। তবে এখনও পর্যন্ত ঝালদার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত কাউন্সিলরের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।