জাতীয় সঙ্গীত বে’শি সময় ধ’রে গেয়েছেন শুভেন্দু! থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে এবার ঝামেলায় জড়ালেন।অভিযোগ, আসল সময়ের চেয়ে বেশি সময় ধরে জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনি। ফলে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে এই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ তৃণমূল।
কাঁথি পঞ্চায়েত সমিতির তথা তৃণমূল নেতা প্রদীপ গায়েক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বিধায়ক সুমিত সিনহা, অরূপ দাস প্রমুখ একাধিক নেতানেত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন।
তবে এই ঘটনার সূত্রপাত দিন কয়েক আগেই। গত ২৯ মার্চ মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে কাঁথিতে একটি সভা করে যুব তৃণমূল কংগ্রেস। সভা শেষে জাতীয় সঙ্গীত গান সকল নেতানেত্রীরা।
আর সেখানেই বাঁধে বিপত্তি। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মাইক্রোফোন ছিল কাঁথি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাসের হাতে। আর তাঁর গাওয়া জাতীয় সঙ্গীতেই ধরা পড়ে অগণিত ভুল।
পেশায় স্কুলের পার্শ্ব শিক্ষিকার এহেন ভুল নিয়েই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে।বিষয়টি নিয়ে প্রথম থেকেই সরব বিরোধী শিবির। বিজেপি সোমবার সেই একই জায়গায় এই ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার প্রতিবাদে একটি সভার আয়োজন করে।
সেখানেই দলের বাকি নেতানেত্রীদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। আর এরপরই আবারও শুরু হয় চাপান উতোর।