নিউজঅর্থনীতি

State Bank-এর গ্রাহকদের জন্য সুখ-দুঃখের খবর, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি দেশের অর্থনীতি আছে সংকট জনক অবস্থাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন অর্থ ব্যবস্থাকে টেনে তুলতে নিচ্ছে গুরুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেশ কয়েকবার দেশের আর্থিক প্রতিস্ঠান গুলোর সাথে তিনি আলোচনা করেছেন।আর এবার তারই পদক্ষেপ হিসেবে স্টেটব্যাংক নিলো নতুন এক বিশেষ পদক্ষেপ।

সাধারণত ইটা সকলেই জানে দেশের মানুষ যদি বেশি কেনা কাটা করে তাহলেই দেশের অর্থনীতি পৌঁছে যাবে আগের অবস্থায়।আর এবার সেই কথা মাথায় রেখেই এসবিআই নিলো নতুন পদক্ষেপ।এসবিআই গৃহঋণ আরো সস্তা করতে কমিয়ে দিলো ফান্ডবেসড লেন্ডিং রেট বা এমসিএলআর।

এবার নিয়ে এক আর্থিক বছরে মোট ১০ বার গৃহ হেইন কোমল এসবিআই।আজ থেকে এমসিএলআর রেট ৭.৮৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ করার কথা ঘোষণা করলো এসবিআই।

কিন্তু খুশির খবরের সাথে সাথে একটি দুঃখের খবর দিলো এসবিআই আর সেটি হলো এফডিতে সুদের হার কমিয়ে ৪ শতাংশ করেছে এসবিআই।

Back to top button