একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন হানি সিং। আর সেই হানি সিং কেই ঘিরে ধরেছিলো হতাশা ও মানসিক অবসাদ। তিনি সবসময় মেতে থাকতেন মাদকে। আর তখন ক্রমেই যেন আয়ু শেষ হয়ে আসছিলো তার। আর সেই সময় প্রায়ই ভাবতেন আত্মহত্যার কথা। কিন্তু সেই সময় বলিউড ইন্ডাস্ট্রির দুজন সুপারস্টার তার পাশে এসে দাঁড়ান। আর সেই দুজন সুপারস্টার হলেন শারুখ খান ও দীপিকা পাড়ুকোন।
এই দুজন সুপারস্টার সাহায্য না করলে নেশা আর অবসাদে আক্রান্ত হয়ে অনেক আগেই মারা যেতেন বলিউডের জনপ্রিয় গায়ক হানি সিং। আর এই কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন হানি সিং।
হানি সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বর্তমানে মানুষের মনে ডিপ্রেশন ও অবসাদ দিন দিন বেড়েই চলছে। মানুষ যতই উন্নত হচ্ছে ততই বাড়ছে কাজের চাপ। আর কাজের চাপের সময় অতিরিক্ত নেশা করার কারণেই তিনি শিকার হয়েছিলেন ডিপ্রেশনের। এমনকি ডিপ্রেশন এতটা পর্যায়ে চলে গিয়েছিলো যে তিনি বেশ কয়েক মাস গান ও মিডিয়া থেকে দূরে সরে গিয়েছিলেন সেই সময়। তার ছিল বাইপোলার ডিসঅর্ডার।
তবে এরকম পরিস্থিতিতে তিনি নিজেকে বের করে আনতে পেরেছিলেন শারুখ ও দীপিকার সাহায্যে। নিজের চেষ্টা তো ছিলই সেই সাথে ছিল তাদের সহায়তা নইলে তিনি সেই সময় মরেই যেতেন।
হানি সিং জানান শারুখ ও দীপিকা সেই সময় তাকে ডাক্তারদের কাছে নিয়ে গিয়েছিলেন ও অবসাদের বিরুধ্যে লড়াই করতে হবে কিভাবে তা শিখিয়ে ছিলেন।
হানি সিং আরও জানান যে একসময় দীপিকা নিজেও ভুগেছিলেন ডিপ্রেশনে তাই তার সমস্যাটা দীপিকা মন থেকে অনুভব করতে পেরেছিলো।