সাতবার জেল থেকে পালিয়ে সাতবারই ধরা পড়েছেন কুখ্যাত এক আসামি
বারবার পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেল থেকে সহজেই পালিয়ে যেত খুন ও ছিনতাই কাজে অভিযুক্ত আসামি জিউসেপ্পে মাস্তিনি। ৬০ বছর বয়স্ক এই আসামি ১বার দুবার নয় জেল থেকে পালিয়েছেন মোট ৭বার। জেল থেকে পালানোর পর চুল রং করে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এই আসামি ধরা পরে যান একটি ভেড়ার খোয়ার থেকে।
প্রসঙ্গত উল্লেখনীয় যে গত ৬ সেপ্টেম্বর মস্তিনীকে সার্ডিনিয়ার কারাগার থেকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ নিয়ে ওই আসামি পালিয়ে যায়। তারপর তাকে পুলিশ খুঁজে পায় উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছে।
ওই এলাকার অনেক বাড়িতে খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় ভেড়ার খোয়ার থেকে। মাস্তিনি প্রতিবারেই জেল থেকে পালিয়ে চুলের রং পরিবর্তন করতেন এবার তার মাথায় চুল ছিল সোনালী রঙের।
ইটালির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে মাস্তিনি হলেন বার্গামোর বাসিন্দা। ৭০ দশকের সময়ে তিনি পরিবারের সাথে চলে যান রোমে আর সেখানে তিনি গা বছর বয়সে প্রথম খুনটি করেন।
প্রথম খুনের পর তার বিরুধ্যে অভিযোগ ওঠে সিনেমার প্রযোজক পাওলো পাসোলিনিকে খুন করার তাকে সেই সময় পুলিশ ধরে ও তাকে জেলে রেখে দেয়। কিন্তু ১৯৮৭ সালে প্রথম জেল থেকে পালিয়ে যান মাস্তিনি৷
এরপর টানা দুই বছর জেল থেকে পালিয়ে থাকার সময় ছিনতাই ও পুলিচকে খুন করতেও পিছপা হননি মাস্তিনি। বিভিন্ন অপরাধের কারণে তিনি মোট সাত বার জেলে যান তবে সাত বারই তিনি জেল থেকে পালতে সক্ষম হন।
আর সবথেকে যেটা ভালো খবর যে মাস্তিনি জেল থেকে পালিয়ে বেশিদিন পুলিশকে ফাঁকি দিয়ে থাকতে পারেননি।