রাজনীতিরাজ্য

BigNews: TMC নেতা দেবকে টানা ৫ ঘন্টা ধরে জেরা CBI-এর, কটাক্ষ BJP নেতার

বেশ কয়েক দিন আগেই নিজাম প্যালেসে (Nizam Palace) ডাক পান টলিউড অভিনেতা তথা তৃণমূলের সাংসদ ( TMC MP ) দীপক অধিকারী। যাকে দেব নামে সকলেই চেনেন সেই দেবকে ডেকে পাঠাল সিবিআই ( CBI )৷ গরু পাচার কাণ্ডে (Cow Smuggling Case CBI) তাঁকে জেরা করতে চেয়ে এই তলব৷ তাই ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে ৷

তাই আজ, মঙ্গলবার সকালে সিবিআইয়ের দফতরে এসে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব। তার পর টানা ৫ ঘন্টা ধরে করা হয় জিজ্ঞাসাবাদ। তার পর সেখান থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিস থেকে মুক্তি পান দেব। তবে কোন বিষয়ে দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা তিনি জানান না। তিনি স্পষ্টভাবে বলে দেন কিছু মন্তব্য করবেন না।

অন্যদিকে, সিবিআইয়ের তলবের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপির ( BJP ) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই বিষয়ে বলেন,গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) যদি দেবের কাছে কোনও তথ্য থাকে, তাহলে তা দিয়ে ওঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (CBI) সাহায্য করা উচিত। দেশের মানুষ আগে ভাল কাজের জন্য বাংলাকে চিনত। কিন্তু এখনও গরু পাচারকাণ্ডে একজন সাংসদ তথা বড় চলচ্চিত্র তারকাকে তলব, এটা অপমানজনক বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

Back to top button