রাজনীতি

BigNews: বড়ো ঘোষণা মমতার সরকারের, বন্ধ হতে চলেছে প্রায় দু’হাজার বাস

আগামী বছরের শুরুতেই বন্ধ হতে চলেছে প্রায় দু’হাজারের মতন বেসরকারি বাস-মিনিবাস। যেসব বাসের বয়স ১৫ হয়েছে বা হওয়ার দিকে সেগুলিকে বসিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যের পরিবহন দফতরের।

কিন্তু এর পরেই বাস মালিকদের থেকে প্রশ্ন উঠে আসে এই পুরোনো বাসের পরিবর্তে নতুন বাস নামাবেন কি না ? করোনার কারণে বেসরকারি গণপরিবহনের অবস্থা অনেকটা খারাপ হয়েছে। এমনকি বাসে যাত্রীর মাত্রা ৩০ শতাংশ কমে গিয়েছে। যার কারণে আগেই অনেকে বাস চালানো বন্ধ করায় দিন দিন সংখ্যা কমে আসছে বাসের। আর এই রকম অবস্থায় যদি ১৫ বছরের পুরোনো বাণিজ্যিক যান বাতিলের নিয়মে বছর ঘোরার পর দুই হাজার বাস কমে যায়,তাতে রাস্তায় বাসের আকাল দেখা দেবে এবং সমস্যায় পড়বেন বহু যাত্রীরা।

সাধারণ অবস্থায় কলকাতার বুকে প্রায় চার হাজারের কাছাকছি বাস কিন্তু করোনার জন্য সেই সংখ্যা এখন প্রায় অর্ধেক কমে গিয়েছে। এর পর যদি সেখান থেকে বহু বাস বাতিল হয় তাহলে সমস্যা বেড়ে যাবে অনেকটাই। তাই এই নিয়ে বেসরকারি বাস-মালিকরা জানান, এই মুহূর্তে নতুন বাস নামায কিন্তু সেই টাকা কোথায় পাবো ? ব্যাঙ্ক কি ঋণ দিবে ? তাই নতুন বাস নামাতে হলে সাহায্য করুক সরকার।

Back to top button