রাজনীতিরাজ্য

BigNews: ভোট প্রচারে এসে বিতর্কিত মন্তব্য BJP বিধায়কের, পুরো কথা ভাঙিয়ে বললেন নিজেই

উত্তরপ্রদেশে চলছে বিধানসভা নির্বাচনের ভোট। ইতিমধ্যেই নির্বাচনের তৃতীয় দফা শেষ হয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফা ভোটের প্রস্তুতি। তবে এই নির্বাচনে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অর্থাৎ প্রার্থীরা যে সব বিবৃতি করছেন তাতে রীতিমতো অস্বস্তিতে পরতে হচ্ছে দলগুলিকে। সেই মতন এই দিন নির্বাচনী প্রচারে এসে বিজেপি প্রার্থী রাঘেবেন্দ্র প্রতাপ সিং বলেছেন, ‘‌যে সব হিন্দুরা আমায় ভোট দেবেন না তাঁদের ধমনীতে মুসলিমদের রক্ত বইছে।’‌ এই বিবৃতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে।

অবশ্য এই বিবৃতি নিয়ে ডোমারিয়াগঞ্জের বিধায়ক রাঘেবেন্দ্র প্রতাপ সিংক প্রশ্ন করা হলে তিনি জানান, এই মন্তব্য পাঁচদিন আগে করেছিলেন, তবে তিনি বলেন, ‘‌অন্য প্রসঙ্গে উদাহরণ হিসাবে বলা হয়’‌ এবং তাঁর ‘‌কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্য ছিল না’‌।তিনি এর সঙ্গে এও যোগ করে বলেন, ‘‌আরও একবার সতর্ক করার পরও যদি বুঝতে না পারেন তবে এবারে আমি দেখিয়ে দেব রাঘবেন্দ্র সিং আসলে কে। কারণ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, আমি সেই অপমান সহ্য করে নেব। আমায় অপমানিত করবে তো সেই অপমানও সহ্য করে নেব। কিন্তু যদি আমাদের হিন্দু সমাজকে অপমানিত করার প্রয়াস করবে তো বরবাদ করে রেখে দেব।’‌ সিং এই বক্তব্য করার দায় গ্রহণ করে জানিয়েছেন যে, ‘‌আমি এটা বলেছি, আমি তা অস্বীকার করছি না। কিন্তু আমি সেটা অন্য প্রসঙ্গে উদাহরণ হিসাবে বলেছি এবং অতীতের সঙ্গে তুলনা করে। আমার কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্য নেই।

Back to top button