আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় পুরনির্বাচন। তাই হাতে আর অল্প সময় থাকায় বিভিন্ন দল নিচ্ছে জোর প্রস্তুতি আর সেই কারণেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু আজ, সোমবার পুরসভার নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি সেই বচসার জেরে ধাক্কা মারার অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ধন্ধুমার নদিয়ার চাকদায় তাই পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আসে পুলিশের বাহিনী।
এই নিয়ে শুভেন্দুর অভিযোগ, পুরসভার এলাকা গুলিতে পুলিশের তরফে বিজেপিকে ( BJP ) কোনো রকম মিটিং এবং মিছিল করতে দেওয়া হচ্ছে না। আর এই অবস্থায় পায়ে হেঁটে পুরসভা এলাকাতে প্রচারে নামলে কার্যত ধন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কারন মিছিল শুরু হতেই পুলিশ আটকে দেয়।আর সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক।
তাঁর দাবি, পুলিশ শাসকের হয়ে কাজ করছে। আর এই বচসা চলাকালীন পুলিশ তাঁকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই স্লোগানিং করতে শুরু করে দেন বিরোধী দলনেতা। যা নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে থেকে নিয়ন্ত্রনে আনে।