রাজনীতি

“যেন নিজেদের পার্টিকেই ভোটটা দেন…'”, বামেদের নিয়ে ‘ঈশ্বরের কাছে প্রার্থনা’ করলেন দেবাংশু

আজ কলকাতার ব্রিগেড ময়দানে ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। সমাবেশের আগেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট

রবিবার সকালে দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ যারা ব্রিগেডে আসবেন, ভোটের দিন তারা সকলে যেন নিজেদের পার্টিকেই ভোটটা দেন। তাহলেই বাংলার মঙ্গল।”

এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। অনেকে মনে করছেন, দেবাংশুর এই পোস্টটি বামপন্থীদের উদ্দেশ্যে কটাক্ষ। কারণ, বিধানসভা নির্বাচনে বামপন্থীরা একটি আসনও জিততে পারেনি।

বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ

বিজেপি নেতা দিলীপ ঘোষও ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “ব্রিগেডে সমাবেশ নিয়ে বামপন্থীদের একটা ঐতিহ্য রয়েছে। যতদিন এই দলটা থাকবে ওরা এই ব্রিগেড করার চেষ্টা করবে। বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড করে মাঠ ভরিয়েছিলেন। কিন্তু, একটা আসনও জিততে পারেনি।”

জোট নিয়ে জল্পনা

এদিকে, কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হঠানোর জন্য বিরোধীরা একপ্রকার মরিয়া। সেক্ষেত্রে ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে বিরোধী জোট নিয়েও জল্পনা শুরু হয়েছে।

ডিওয়াইএফআই-এর দাবি

ডিওয়াইএফআই-এর দাবি, এই ব্রিগেড সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করবেন। সমাবেশে আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা দেওয়া হবে।

Back to top button